চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম।
মনির আহমেদকে সীতাকুণ্ড মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকাকে জানান, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান।
জানা যায়, আওয়ামী সরকারের পতনের পর সীতাকুণ্ড মডেল থানায় এবং চট্টগ্রাম আদালতে তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা দায়ের করা হয়েছে, যার বেশীরভাগেই আওয়ামী লীগের নেতারই অভিযুক্ত।
এর আগে তাকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছিল সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকাল ওই ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান ও সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বিনা ভোটে নির্বাচিত পলাতক স্বৈরাচারের দোসর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের গ্রেপ্তারের দাবীতে আজ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির অন্যান্য ইউনিটের সঙ্গে যুবদলের সব নেতা-কর্মীকে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী বলেন, মনির আহমদ গ্রেপ্তার হলেও ইউপি সদস্যদের গ্রেপ্তারের দাবীতে বিএনপির কর্মসূচি রয়েছে। আজ বেলা তিনটায় ইউনিয়ন পরিষদ মাঠে বিক্ষোভ সমাবেশ এবং মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হবে।