চট্টগ্রাম সমিতি কাতারের নবনির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন কাতার প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ, সৎ ও দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী কাজী ফারুক পেয়ারু। তাঁর এই নির্বাচিত হওয়ায় কাতারসহ প্রবাসী চট্টগ্রামবাসীদের মাঝে আনন্দের জোয়ার নেমে এসেছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়— সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ বিবেচনায় এই পদে তাঁর দায়িত্ব নেওয়া সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রবাসী কমিউনিটির স্বার্থে তিনি সবসময় যে আন্তরিকতা ও দায়িত্বশীলতা দেখিয়েছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম সমিতি কাতার কর্তৃপক্ষ নবনির্বাচিত সহ-সভাপতি কাজী ফারুক পেয়ারুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মযাত্রা অব্যাহত থাকার কামনা করেছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















