ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়নে নুরুল আমিন চেয়ারম্যানের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘এটি শুধু আমার নয়, মিরসরাইয়ের মানুষের বিজয়ের সূচনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি শেষ পর্যন্ত লড়ব। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোন ধরনের কটুক্তি, মিটিং, মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে।
উল্লেখ্য এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মিরসরাইয়ে নির্বাচন করেছিলেন। আ’লীগের প্রার্থী মোশাররফের কেন্দ্র নিয়ন্ত্রিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পরাজিত হোন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















