চট্টগ্রাম 3:23 am, Wednesday, 5 November 2025

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবীতে জরুরী সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী ও আকবরশাহ আংশিক) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ কে মনোনয়ন দেওয়ার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সীতাকুণ্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ বাদশা ফেয়ার ল্যান্ড কমিউনিটি সেন্টারে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ডাঃ কমল কদরের সভাপত্বিতে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহাম্মদ সলু, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার, বীরমুক্তিযোদ্ধা মহরম আলী, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, খ.ম নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন মাহমুদ চৌং, তছলিম, আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি, কোরবান আলী শাহেদ, ইসমাঈল হোসেন, জিয়াউদ্দিন, আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, শহীদুল্লাহ বাহার, মহিউদ্দিন রিপন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সখিনা বেগম, জুলি আকতার, নার্গিস আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আসলাম চৌধুরী শুধু একজন নেতা নন, তিনি দীর্ঘদিন ধরে মজলুম ও সাধারণ মানুষের সেবা করে আসছেন। “আসলাম চৌধুরী কারান্তরিন থাকলেও তার মানবিক কাজ থেমে যায়নি। তিনি অসহায় মানুষকে আর্থিক ও আইনি সহায়তা দিয়ে মুক্তি দিয়েছেন। বিশেষ করে সীতাকুণ্ডে কোনো ব্যক্তি কারাগারে বন্দি হলে দলমত নির্বিশেষে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।”

বক্তারা বলেন, আসলাম চৌধুরীর দীর্ঘ আট বছরের কারাগার জীবনও তার মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে থামাতে পারেনি। তিনি কারাগারে বন্দি থাকাকালীনও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় কারাগারে সহিংসতার ঘটনা ঘটতে পারত, কিন্তু আসলাম চৌধুরীর সক্রিয় হস্তক্ষেপে তা আটকানো সম্ভব হয়েছে। তারা আরও উল্লেখ করেন, তিনি সীতাকুণ্ডে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের সর্বস্তরের মানুষের জন্য একটি প্রতিরক্ষামূলক এবং মানবিক ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী আন্দোলন ও সংগ্রামে পরীক্ষিত নেতা। তিনি শুধু সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম এবং বাংলাদেশের জন্যও আইকনিক নেতা। সীতাকুণ্ডে তার বিকল্প নেই। “সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচি পরিচালনা করা হবে এবং এর দায়ভার যথাযথ ষড়যন্ত্রকারীদের নিতে হবে বলে বক্তারা হুঁশিয়ারী দেন।

বক্তারা আরও বলেন, সীতাকুণ্ডের মানুষ লায়ন আসলাম চৌধুরী ছাড়া অন্য কোনো প্রার্থীকে মেনে নিবেন না। যতক্ষণ পর্যন্ত আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে না ততক্ষণ তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট অংশে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। মিছিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন এবং আসলাম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করার দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবীতে জরুরী সভা

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবীতে জরুরী সভা

Update Time : 12:15:42 am, Wednesday, 5 November 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী ও আকবরশাহ আংশিক) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ কে মনোনয়ন দেওয়ার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সীতাকুণ্ড উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ বাদশা ফেয়ার ল্যান্ড কমিউনিটি সেন্টারে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ডাঃ কমল কদরের সভাপত্বিতে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহাম্মদ সলু, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার, বীরমুক্তিযোদ্ধা মহরম আলী, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, মোজাহের উদ্দিন আশরাফ, খ.ম নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন মাহমুদ চৌং, তছলিম, আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি, কোরবান আলী শাহেদ, ইসমাঈল হোসেন, জিয়াউদ্দিন, আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, শহীদুল্লাহ বাহার, মহিউদ্দিন রিপন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সখিনা বেগম, জুলি আকতার, নার্গিস আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আসলাম চৌধুরী শুধু একজন নেতা নন, তিনি দীর্ঘদিন ধরে মজলুম ও সাধারণ মানুষের সেবা করে আসছেন। “আসলাম চৌধুরী কারান্তরিন থাকলেও তার মানবিক কাজ থেমে যায়নি। তিনি অসহায় মানুষকে আর্থিক ও আইনি সহায়তা দিয়ে মুক্তি দিয়েছেন। বিশেষ করে সীতাকুণ্ডে কোনো ব্যক্তি কারাগারে বন্দি হলে দলমত নির্বিশেষে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।”

বক্তারা বলেন, আসলাম চৌধুরীর দীর্ঘ আট বছরের কারাগার জীবনও তার মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে থামাতে পারেনি। তিনি কারাগারে বন্দি থাকাকালীনও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় কারাগারে সহিংসতার ঘটনা ঘটতে পারত, কিন্তু আসলাম চৌধুরীর সক্রিয় হস্তক্ষেপে তা আটকানো সম্ভব হয়েছে। তারা আরও উল্লেখ করেন, তিনি সীতাকুণ্ডে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের সর্বস্তরের মানুষের জন্য একটি প্রতিরক্ষামূলক এবং মানবিক ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী আন্দোলন ও সংগ্রামে পরীক্ষিত নেতা। তিনি শুধু সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম এবং বাংলাদেশের জন্যও আইকনিক নেতা। সীতাকুণ্ডে তার বিকল্প নেই। “সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচি পরিচালনা করা হবে এবং এর দায়ভার যথাযথ ষড়যন্ত্রকারীদের নিতে হবে বলে বক্তারা হুঁশিয়ারী দেন।

বক্তারা আরও বলেন, সীতাকুণ্ডের মানুষ লায়ন আসলাম চৌধুরী ছাড়া অন্য কোনো প্রার্থীকে মেনে নিবেন না। যতক্ষণ পর্যন্ত আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হবে না ততক্ষণ তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট অংশে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। মিছিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন এবং আসলাম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করার দাবীতে বিভিন্ন স্লোগান দেন।