চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৬ আগষ্ট) রাতে চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম শামীম সিকদার এবং মোঃ রবিউল ইসলাম। তারা বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় ও রাজস্থলী সার্কেল মোঃ নুরুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাহিদ আহমেদ সবুজ, এএসআই (নিঃ) ধনেশ্বর ত্রিপুরা এবং সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা হইতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শামীম সিকদার এবং ২। মোঃ রবিউল ইসলাম দ্বয়কে সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু শেষে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।