রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবিউল রহমান।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রোবেল। কোরবান আলী ও আদনান হাবিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সালাউদ্দিন কামাল, মো: শওকত আলী, মো: ইউনুস, সালাম, মো: আলী আকবর, আবু তাহের, শফিউল আলম বাচা, ওমর ফারুক, সেলিম, জাসেদ চৌধুরী, শহীদুল্লাহ, মো: আরিফ, সাবের, সাহেদ, মো: রকিব উদ্দীন, জয়নাল আবেদীন, আনোয়ার, রোবেল, ওসমান গণী, আইমন দৌলত, হাবিব, বাদশা, মো:বেলাল, শওকত, গাজী তৌহিদ, মো: দিদার রকি, বেলাল, শাওন, রানা, মিজান, মোরশেদ, আরমান, মিল্টন, সুকান্ত, ইমন, জাহাঙ্গীর আলম, আজিজ, কুদ্দুস, লোকমান, সাজ্জাদ, তোসিফ প্রমুখ।
পরে দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন সরওয়ার হোসেন।