চট্টগ্রাম 1:30 am, Wednesday, 30 July 2025

চন্দ্রঘোনায় ৫০ লিটার চোলাই মদ পাচার কালে শিশুসহ দুই নারী গ্রেফতার

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া এলাকা হতে শরীরে স্কচটেপ লাগিয়ে বিশেষ কায়দায় চোলাই মদ পাচার কালে শিশু সহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাতে চন্দ্রঘোনা থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম লাভলী বেগম (২৯) এবং সাথে থাকা আরেক শিশু আসামী মুন্নি বেগম (১৬)। আসামী দুইজন পরস্পর বোন এবং তারা বান্দরবান এর আলীকদম উপজেলার বাসিন্দা। এছাড়া ঘটনার সময় আসামী লাভলীর কোলে তার শিশু সন্তানও ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এস আই মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল থেকে উক্ত আসামীদের গ্রেফতার করে। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা শরীরে মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশী দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিল।

এদিকে উক্ত আসামীদের শুক্রবার (৩১ মে) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চন্দ্রঘোনায় ৫০ লিটার চোলাই মদ পাচার কালে শিশুসহ দুই নারী গ্রেফতার

Update Time : 08:53:17 pm, Friday, 31 May 2024

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া এলাকা হতে শরীরে স্কচটেপ লাগিয়ে বিশেষ কায়দায় চোলাই মদ পাচার কালে শিশু সহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাতে চন্দ্রঘোনা থানার একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম লাভলী বেগম (২৯) এবং সাথে থাকা আরেক শিশু আসামী মুন্নি বেগম (১৬)। আসামী দুইজন পরস্পর বোন এবং তারা বান্দরবান এর আলীকদম উপজেলার বাসিন্দা। এছাড়া ঘটনার সময় আসামী লাভলীর কোলে তার শিশু সন্তানও ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এস আই মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল থেকে উক্ত আসামীদের গ্রেফতার করে। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা শরীরে মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশী দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিল।

এদিকে উক্ত আসামীদের শুক্রবার (৩১ মে) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।