হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নাাজিম উদ্দিন (৭৫) প্রকাশ ভিপি নাজিম ইন্তেকাল করেছেন, (ইন্না-লিল্লাহ — রাজেউন।)
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত নাজিম উদ্দিন ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়াডস্থ ভিপি নাজিমের বাড়ির কাপতান মঞ্জিলের মরহুম বদিউল আলমের পুত্র।
ইউপির সদস্য মো.রাসেল মনি (বাহাদুর) বুধবার রাত সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিপি নাজিম দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। গত কযেকদিন পূর্বে নিহতের ছোট ভাই কামরুল হাসান সূজন (৪৫) ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছিলেন। তবে কিডনি দিয়েও ভাইকে বাঁচানাে সম্ভব হলোনা।
নিহত নাজিম উদ্দিন তিন সন্তানের পিতা ছিলেন। তারা তিনজনই লেখাপড়া করছেন দেশের বাইরে। বড় সন্তান রায়হান চিসতি (৩২) আছেন আমেরিকায় আর মেঝ ছেলে রাব্বি (২৯) এবং সাবিত (২৪) আছেন কানাডাতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই, আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের নিকট আত্নীয় হাটহাজারী পৌরসভার এন জহুর শপিং ও সিটি সেন্টারের স্বত্বাধিকারী সরওয়ার মোরশেদ এ প্রতিবেদককে জানান, এখনো জানাযা নামাজের সময় নির্ধারন করা হয়নি। বর্তমানে পরিবারের সবাই রাজধানী ঢাকায় হাসপাতালে আছেন। জানাযা নামাজের সময় নির্ধারন হলে পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, ১৯৯০ সালে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হয়েছিলেন নাজিম উদ্দিন। এখনও তার পরিচিতি চাকসু ভিপি হিসেবে।