সন্দ্বীপ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে “মানবতার ফেরিওয়ালা” নামে পরিচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার বদলি জনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন (ছাইফ)।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি এক হৃদয়বিদারক বিদায়ী মুহূর্তে পরিণত হয়। অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল পিনপতন নিরবতা। উপস্থিত সকলের চোখে ছিল বিষাদের ছায়া। বক্তব্য শেষে শুধু একে অপরের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসার আবেগে ইউএনও রিগ্যান চাকমাকে বিদায় জানান সকলে।
সভাপতিত্ব ও সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হানিফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন।বক্তব্যে যা বললেন বক্তারা: বিদায়ী ইউএনও রিগ্যান চাকমা> “সন্দ্বীপের মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এখানে কর্মকালীন সময়ে আমি সবসময় চেষ্টা করেছি মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে। সন্দ্বীপ আমার হৃদয়ে থাকবে চিরদিন।”সন্দ্বীপ উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক> “রিগ্যান চাকমা শুধু একজন প্রশাসকই নন, তিনি ছিলেন মানুষের সেবায় নিবেদিত একজন প্রকৃত সমাজসেবক।”
মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম “সন্দ্বীপবাসী তাকে কখনো ভুলবে না। তিনি আমাদের হৃদয়ে একজন জীবন্ত ইতিহাস হয়ে থাকবেন।”সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী> “শিল্প-সংস্কৃতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে ইউএনও স্যারের অবদান ছিল অনন্য। তিনি আমাদের অনেক প্রেরণা দিয়েছেন।”
বাংলাদেশ শিক্ষক সমিতি (সন্দ্বীপ) সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম “তিনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও দায়িত্বশীলতা আনতে যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়।”অন্য বক্তারা যাঁরা বক্তব্য রাখেন:প্রাবন্ধিক নীলাঞ্জন বিদ্যুৎ,শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ,সন্দ্বীপ বার্তা সম্পাদক কামরুল হাসান,মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি আবদুর রহমান ভূঁইয়া রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি কাজী আনোয়ার হোসেন,ফাউন্ডেশনের সহ-সভাপতি মাস্টার মাইনউদ্দীন,যুগ্ম সম্পাদক মাওলানা জহির উদ্দিন ও মোস্তফা আল মোস্তাফিজ,প্রচার সম্পাদক ইলিয়াস সুমন,ক্রীড়া সম্পাদক মাস্টার মোহাম্মদ গোফরান উদ্দিন,সহ-প্রচার সম্পাদক মাওলানা আলাউদ্দিন,সহ-অর্থ সম্পাদক সাজেদুল করিম তুহিন,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, অনুষ্ঠানের শেষে ইউএনও রিগ্যান চাকমার হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। পুরো হলরুম তখন দাঁড়িয়ে সম্মান জানান এই মানবিক কর্মকর্তাকে।
বিদায়ের মুহূর্তে চোখের জল ও ভালোবাসা মিশে গিয়েছিল এক আবেগঘন পরিবেশে।