জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম উত্তর জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাটহাজারীর সন্তান সামিন রহমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে নবগঠিত কমিটির সদস্য সচিব সামিন রহমান এ প্রতিবেদককে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। জাতীয় ছাত্রশক্তি দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মহির আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির কথা জানানো হয়।
ঘোষিত কমিটিতে মুনতাসির মাহমুদকে আহ্বায়ক এবং এস এম মিনহাজু আবেদীন সাজিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আদনান হোসেন রাফি এবং মুখ্য সংগঠক হিসেবে শরীফ হোসেন দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
মো.আলাউদ্দীন, হাটহাজারী 








