চট্টগ্রাম 11:25 pm, Wednesday, 23 July 2025

ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী’র ১০৮ তম ওরশ শরীফ সম্পন্ন

আলেমকুল শিরোমনি, মুফতীয়ে আজম, শেখুল মশায়েখ, সুলতানুল-আওলিয়া হযরত শাহ্ ছুফি মাওলানা ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী প্রকাশ বড় মাওলানা ছাহেব কেবলা কাবার ১০৮ তম বার্ষিক ওরশ শরীফ মির্জাপুর দরবার শরীফস্থ গাউছিয়া মছিহ্ মঞ্জিলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের সৈয়দ পাড়ার মির্জাপুর দরবার শরীফস্থ গাউছিয়া মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর একমাত্র আওলাদ ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ শরীফে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.আবুল কালাম, মো.ইউনুচ, মো.রাব্বান, হাজী ইউসুফ, বটন কুমার দে, মো. আবু রাশেদ, মো. নজরুল, সো.আবুল বশর, মো.হারুন, মো.মাইনউদ্দীন, মো.হামিদ, মো. জাহেদুল ইসলাম জাবেদ, এড.নরুল ইসলাম নুর, শ্রী সুমন দাশ, প্রমূখ। এছাড়া আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী, শাহ আমানত দরগাহ শাখার সকল আশেক ও ভক্তবৃন্দ এবং দূর দুরান্ত থেকে আগত ভক্তমহল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো, রওজা শরীফ গোসল, খতমে কোরান ও গাউছিয়া শরীফ, মিলাদ শরীফ, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও সবশেষে তবরুক বিতরণ।

এতে দেশ ও জাতির কল্যানে দোয়া করে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর একমাত্র আওলাদ ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী।

উল্লেখ্য, হযরত শাহ্ ছুফি মাওলানা ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী গাউছুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র বিশ্বস্ত সহচর আপন খালাতো ভাই ,পীর ভাই, জানাজার নামাজের ইমাম, বেয়াই এবং অছি-এ-গাউছুল আজম হযরত মাওলানা শাহছুফি সৈয়দ দেলাওর হোছাইন মাইজভান্ডারী (কঃ)’র শ্রদ্ধেয় নানাজান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাটহাজারীতে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক সভা ও দোয়া মাহফিল

ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী’র ১০৮ তম ওরশ শরীফ সম্পন্ন

Update Time : 06:45:54 pm, Wednesday, 20 March 2024

আলেমকুল শিরোমনি, মুফতীয়ে আজম, শেখুল মশায়েখ, সুলতানুল-আওলিয়া হযরত শাহ্ ছুফি মাওলানা ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী প্রকাশ বড় মাওলানা ছাহেব কেবলা কাবার ১০৮ তম বার্ষিক ওরশ শরীফ মির্জাপুর দরবার শরীফস্থ গাউছিয়া মছিহ্ মঞ্জিলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহাসমারোহে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মার্চ) উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের সৈয়দ পাড়ার মির্জাপুর দরবার শরীফস্থ গাউছিয়া মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর একমাত্র আওলাদ ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ শরীফে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.আবুল কালাম, মো.ইউনুচ, মো.রাব্বান, হাজী ইউসুফ, বটন কুমার দে, মো. আবু রাশেদ, মো. নজরুল, সো.আবুল বশর, মো.হারুন, মো.মাইনউদ্দীন, মো.হামিদ, মো. জাহেদুল ইসলাম জাবেদ, এড.নরুল ইসলাম নুর, শ্রী সুমন দাশ, প্রমূখ। এছাড়া আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী, শাহ আমানত দরগাহ শাখার সকল আশেক ও ভক্তবৃন্দ এবং দূর দুরান্ত থেকে আগত ভক্তমহল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো, রওজা শরীফ গোসল, খতমে কোরান ও গাউছিয়া শরীফ, মিলাদ শরীফ, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও সবশেষে তবরুক বিতরণ।

এতে দেশ ও জাতির কল্যানে দোয়া করে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর একমাত্র আওলাদ ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী।

উল্লেখ্য, হযরত শাহ্ ছুফি মাওলানা ছৈয়দ মছিহ্ উলাহ্ (কঃ) মির্জাপুরী গাউছুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)’র বিশ্বস্ত সহচর আপন খালাতো ভাই ,পীর ভাই, জানাজার নামাজের ইমাম, বেয়াই এবং অছি-এ-গাউছুল আজম হযরত মাওলানা শাহছুফি সৈয়দ দেলাওর হোছাইন মাইজভান্ডারী (কঃ)’র শ্রদ্ধেয় নানাজান।