জুলাই জাতীয় সনদের ভিত্তি ও ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় পৌরসদরে বিক্ষোভ মিছিল শেষে সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সীতাকুন্ড উপজেলা জামায়েতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু.তাহেরে সঞ্চালনায়। প্রধান অথিতি ছিলেন, চট্রগ্রাম উওর জেলা জামায়তের সেক্রেটারি,সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক জনাব আব্দুল জব্বার।
প্রধান বক্তা ছিলেন,সীতাকুণ্ড -৪ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি, চট্রগ্রাম উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারন সম্পাদক জসিম উদ্দিন আজাদ।
আরো উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুবউদ্দিন শিবলী। এসিস্ট্যান্ট সেক্রেটারি এড.আশরাফুর রহমান।
উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মিছবাহুল আলম রাসেল, মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন ও উপজেলার কর্মপরিষদ নেতৃবৃন্দ সহ ১০ টি ইউনিয়নের আমীর সেক্রেটারি সহ ৭ হাজারের ও বেশি জনশক্তি উপস্থিত হইয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ফেব্রুয়ারিতে অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিশ্চিত করা, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল,গুপ্ত হামলা,দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রে বন্ধের আহব্বান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, জনগন আর কোন ফ্যাসিবাদের জন্ম এদেশে হতে দিবে না, তাই বাংলার আপামর জনতা উৎসব মুখর হয়ে আছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিতে। সকলে একসাথে ভেদাভেদ ভুলে কুরআনের শাসন কায়েম করতে, ইনশাআল্লাহ।