ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মঞ্জু (৫৫)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম।
নিহতের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, নিহত মঞ্জু উপজেলার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকার মৃত. মিনাজদ্দিন ভূইয়া ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়। তিনি কলাকোপা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন।
পরে মঙ্গলবার বাদ জহুর কাশিমপুর সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাড. সালমা ইসলামের পাশাপাশি নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মজিদসহ দলের অনেক নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন