মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের পরিশুদ্ধ করতে হবে কিতাব ও হিকমত শিক্ষা দিয়ে। তিনি কর্মীদের কে আল কোরানের নির্দেশনা মোতাবেক কাংখিত বিপ্লবের জন্য আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জোরারগন্জ থানা জামায়াতে ইসলামীর আমীর নুরুল হুদা হামিদী ও মাওলানা মুকতার আহমদ প্রমুখসহ প্রমুখ।