চট্টগ্রাম 7:15 pm, Sunday, 7 September 2025

জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে তার এ দায়িত্বপ্রাপ্তির বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তার দক্ষতা, সততা ও মেধা দিয়ে জিয়া মঞ্চ চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও মহানগর কমিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস করে।

অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড পৌরসভার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন।

এর পাশাপাশি তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয়। দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে যুবসমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে কাজ করছেন। আদালত পাড়ার জনপ্রিয় পত্রিকা ‘আইন আদালত প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদকও তিনি।

অ্যাডভোকেট লাভলু ইতিমধ্যে নানা সম্মাননা অর্জন করেছেন। ২০১৯ সালে ‘বঙ্গবীর ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড’, ২০২১ সালে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ‘গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড’ এবং ২০২৩ সালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্তৃক ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ পদক তার কর্মপ্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পাওয়া উল্লেখযোগ্য।

তার দায়িত্বপ্রাপ্তির খবরে জিয়া মঞ্চসহ জাতীয়তাবাদী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে জিয়া মঞ্চ আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য নিয়ে সচেতনতামূলক সভা

জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু

Update Time : 02:51:46 pm, Sunday, 7 September 2025

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে তার এ দায়িত্বপ্রাপ্তির বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তার দক্ষতা, সততা ও মেধা দিয়ে জিয়া মঞ্চ চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও মহানগর কমিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস করে।

অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড পৌরসভার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন।

এর পাশাপাশি তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয়। দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে যুবসমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে কাজ করছেন। আদালত পাড়ার জনপ্রিয় পত্রিকা ‘আইন আদালত প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদকও তিনি।

অ্যাডভোকেট লাভলু ইতিমধ্যে নানা সম্মাননা অর্জন করেছেন। ২০১৯ সালে ‘বঙ্গবীর ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড’, ২০২১ সালে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ‘গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড’ এবং ২০২৩ সালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্তৃক ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ পদক তার কর্মপ্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পাওয়া উল্লেখযোগ্য।

তার দায়িত্বপ্রাপ্তির খবরে জিয়া মঞ্চসহ জাতীয়তাবাদী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে জিয়া মঞ্চ আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।