চট্টগ্রাম 8:50 pm, Tuesday, 26 August 2025

জীবন রক্ষায় হাতিয়ার: সন্দ্বীপে রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ

চট্টগ্রামের সন্দ্বীপে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

মঙ্গলবার (শেষ দিন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, “মানবতার প্রথম ধাপ হলো প্রাথমিক চিকিৎসা। দুর্গম অঞ্চলে যেখানে চিকিৎসা সুবিধা সহজলভ্য নয়, সেখানে এই দক্ষতাই হতে পারে জীবন রক্ষার হাতিয়ার। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের শুধু দক্ষই করবে না, বরং গড়ে তুলবে মানবিক ও দায়িত্বশীল নাগরিক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইন উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব উপ-প্রধান-১ মোঃ মাহামুদুর রহমান, সন্দ্বীপ ইউনিট দলনেতা আব্দুল করিম আলো এবং দলনেতা-১ ইকবাল হোসেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মূলনীতি ও প্রতীক সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি হাতে-কলমে শিখেছেন—প্রাথমিক চিকিৎসার পরিচিতি, শক, খিঁচুনি, বিষক্রিয়া, প্রাণীর কামড়, পোড়া, রক্তক্ষরণ, ক্ষত পরিচর্যা, হাড় ভাঙা, রোগী পরিবহন এবং জ্বরের প্রাথমিক চিকিৎসা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা বলেন, দুর্ঘটনা বা দুর্যোগের পর প্রথম কয়েক মিনিটে নেওয়া সঠিক পদক্ষেপ যে একজন মানুষের জীবন বাঁচাতে কতটা কার্যকর হতে পারে, তা এবার তারা গভীরভাবে উপলব্ধি করেছেন।

এই আয়োজন শুধু একটিবারের প্রশিক্ষণই নয়—বরং এটি একটি বৃহৎ উদ্যোগের অংশ, যার মাধ্যমে দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা হয়ে উঠছে সচেতন, মানবিক এবং সংকট মোকাবেলায় প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জীবন রক্ষায় হাতিয়ার: সন্দ্বীপে রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ

জীবন রক্ষায় হাতিয়ার: সন্দ্বীপে রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ

Update Time : 08:08:10 pm, Tuesday, 26 August 2025

চট্টগ্রামের সন্দ্বীপে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

মঙ্গলবার (শেষ দিন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম বলেন, “মানবতার প্রথম ধাপ হলো প্রাথমিক চিকিৎসা। দুর্গম অঞ্চলে যেখানে চিকিৎসা সুবিধা সহজলভ্য নয়, সেখানে এই দক্ষতাই হতে পারে জীবন রক্ষার হাতিয়ার। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের শুধু দক্ষই করবে না, বরং গড়ে তুলবে মানবিক ও দায়িত্বশীল নাগরিক।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাইন উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব উপ-প্রধান-১ মোঃ মাহামুদুর রহমান, সন্দ্বীপ ইউনিট দলনেতা আব্দুল করিম আলো এবং দলনেতা-১ ইকবাল হোসেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মূলনীতি ও প্রতীক সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি হাতে-কলমে শিখেছেন—প্রাথমিক চিকিৎসার পরিচিতি, শক, খিঁচুনি, বিষক্রিয়া, প্রাণীর কামড়, পোড়া, রক্তক্ষরণ, ক্ষত পরিচর্যা, হাড় ভাঙা, রোগী পরিবহন এবং জ্বরের প্রাথমিক চিকিৎসা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা বলেন, দুর্ঘটনা বা দুর্যোগের পর প্রথম কয়েক মিনিটে নেওয়া সঠিক পদক্ষেপ যে একজন মানুষের জীবন বাঁচাতে কতটা কার্যকর হতে পারে, তা এবার তারা গভীরভাবে উপলব্ধি করেছেন।

এই আয়োজন শুধু একটিবারের প্রশিক্ষণই নয়—বরং এটি একটি বৃহৎ উদ্যোগের অংশ, যার মাধ্যমে দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা হয়ে উঠছে সচেতন, মানবিক এবং সংকট মোকাবেলায় প্রস্তুত।