চট্টগ্রাম 9:54 pm, Wednesday, 13 August 2025

জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি- সাবেক সাংসদ নুরুল আলম

এলডিপি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, উত্তরজেলা এলডিপি’র সভাপতি এবং সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার বলেছেন, “আগামী নির্বাচনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিজস্ব দলীয় প্রতীকেই এতে অংশ নিতে হবে। দলের নেতাকর্মীদের নিজস্ব ছাতা প্রতীক সবার মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করতে হবে।”

বুধবার (১৩ আগস্ট) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এলডিপি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোরাপত্তণ করেছিলাম। রাঙ্গুনিয়ায় দুর্গ গড়েছিলাম জাতীয়তাবাদী দলের। সেটি করতে গিয়ে কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে এবং কখনো ঘোড়ার গতিতে এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও সেটা প্রবাহমান থাকবে। তাই লোভ মোহকে উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রাঙ্গুনিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) নব-নির্বাচিত আহবায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার।

উপজেলা এলডিপি’র সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেব উত্তরজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো. জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো. হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো. কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো. লোকমান, নুরুল আলম, মো. এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো. ওসমান, রওশন আলী খান, মো. সাইফুদ্দিন রাসেল, মো. শরীফ, মো. নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ।

শেষে ফজলুল কাদের তালুকদারকে আহবায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, “রাঙ্গুনিয়ার সন্তান নুরুল আলমের হাত ধরে ইতিপূর্বে গোডাউন ব্রীজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। একজন নির্লোভ, নিরহংকার, ত্যাগী এবং রাঙ্গুনিয়াপ্রেমী মানুষ নুরুল আলমকে আগামীতেও উপজেলায় সাংসদ নির্বাচিত করা গেলে উন্নয়ন, অগ্রযাত্রা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি- সাবেক সাংসদ নুরুল আলম

Update Time : 08:17:23 pm, Wednesday, 13 August 2025

এলডিপি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, উত্তরজেলা এলডিপি’র সভাপতি এবং সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার বলেছেন, “আগামী নির্বাচনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিজস্ব দলীয় প্রতীকেই এতে অংশ নিতে হবে। দলের নেতাকর্মীদের নিজস্ব ছাতা প্রতীক সবার মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করতে হবে।”

বুধবার (১৩ আগস্ট) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এলডিপি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোরাপত্তণ করেছিলাম। রাঙ্গুনিয়ায় দুর্গ গড়েছিলাম জাতীয়তাবাদী দলের। সেটি করতে গিয়ে কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে এবং কখনো ঘোড়ার গতিতে এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও সেটা প্রবাহমান থাকবে। তাই লোভ মোহকে উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রাঙ্গুনিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) নব-নির্বাচিত আহবায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার।

উপজেলা এলডিপি’র সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেব উত্তরজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো. জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো. হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো. কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো. লোকমান, নুরুল আলম, মো. এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো. ওসমান, রওশন আলী খান, মো. সাইফুদ্দিন রাসেল, মো. শরীফ, মো. নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ।

শেষে ফজলুল কাদের তালুকদারকে আহবায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, “রাঙ্গুনিয়ার সন্তান নুরুল আলমের হাত ধরে ইতিপূর্বে গোডাউন ব্রীজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। একজন নির্লোভ, নিরহংকার, ত্যাগী এবং রাঙ্গুনিয়াপ্রেমী মানুষ নুরুল আলমকে আগামীতেও উপজেলায় সাংসদ নির্বাচিত করা গেলে উন্নয়ন, অগ্রযাত্রা হবে।”