চট্টগ্রামের মিরসরাইয়ে তিন হাজার পাঁচ শত পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল টায় জোরারগঞ্জ এসআই(নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় আলনুর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ইউর্টানের রাস্তার উপর আসামী মোঃ নজরুল ইসলাম (২৬) এর হেফাজত হতে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হোন্ডা কোম্পানীর লিভো মোটর সাইকেলসহ নোয়াখালী কবিরহাটের নুলুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬) গ্রেফতার করে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















