চট্টগ্রাম 12:52 am, Thursday, 11 September 2025

জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১৪২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের বাদামতলা এলাকায় অভিযান চালান। অভিযানে মোঃ মাসুদ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার চালিত সিএনজি অটোরিকশার যাত্রী সীটের নিচ ও পেছনের মালামাল রাখার স্থান থেকে ১১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদের বাড়ি করেরহাট ইউনিয়নের সামনের খিল গ্রামে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একইদিন রাত ৮টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার সংলগ্ন দরবার টিলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জসিম উদ্দিন (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার ব্যাটারিচালিত অটোরিকশার সীটের নিচ থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বড়পুতুপুর নাড়ুয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধেও জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই মিঠাছড়া বাজার ওষুধ ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত 

জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 06:55:35 pm, Wednesday, 10 September 2025

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১৪২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের বাদামতলা এলাকায় অভিযান চালান। অভিযানে মোঃ মাসুদ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার চালিত সিএনজি অটোরিকশার যাত্রী সীটের নিচ ও পেছনের মালামাল রাখার স্থান থেকে ১১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদের বাড়ি করেরহাট ইউনিয়নের সামনের খিল গ্রামে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একইদিন রাত ৮টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার সংলগ্ন দরবার টিলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জসিম উদ্দিন (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার ব্যাটারিচালিত অটোরিকশার সীটের নিচ থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বড়পুতুপুর নাড়ুয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধেও জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।