চট্টগ্রাম 8:47 pm, Monday, 13 October 2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সন্দ্বীপে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সন্দ্বীপে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হক, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেন, কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন, সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সৈয়দ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও সহকারী প্রকল্প পরিচালক অর্ণব ঘোষ, পৌরসভা উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, এবং মাসুম (CHCP) মাসুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি শিশু-কিশোরদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। তাই সরকারের উদ্যোগে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

উক্ত ক্যাম্পেইনের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান শ্রেণির শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু-কিশোরদের ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এরপর দ্বিতীয় ধাপে অতিরিক্ত ক্যাম্পেইন চলবে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

সেমিনারে আরও জানানো হয়, এই ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ জাতীয় কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সন্দ্বীপে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Update Time : 12:59:42 am, Friday, 10 October 2025

সন্দ্বীপে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হক, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেন, কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন, সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সৈয়দ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও সহকারী প্রকল্প পরিচালক অর্ণব ঘোষ, পৌরসভা উপসহকারী প্রকৌশলী মোরশেদ আলম, এবং মাসুম (CHCP) মাসুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি শিশু-কিশোরদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। তাই সরকারের উদ্যোগে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

উক্ত ক্যাম্পেইনের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান শ্রেণির শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু-কিশোরদের ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিকাদান কর্মসূচির প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এরপর দ্বিতীয় ধাপে অতিরিক্ত ক্যাম্পেইন চলবে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

সেমিনারে আরও জানানো হয়, এই ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ জাতীয় কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।