চট্টগ্রাম শহরে কর্মরত রাঙ্গুনিয়ার বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় একটি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ এটিএম রেজাউল করিম। ডাঃ মোহাম্মদ মামুন’র সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ডাঃ আফরোজা চৌধুরী, ডাঃ কামরুল হক, ডাঃ তৈাফিকুর নাহার মুনা, ডাঃ কোহিনুর আক্তার, ডাঃ শাহ সোলাইমান, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ শহিদুল ইসলাম রুবেলসহ আরও অনেকে।
বক্তারা স্বাস্থ্যসেবা, রাঙ্গুনিয়ার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















