চট্টগ্রাম 12:17 pm, Sunday, 17 August 2025

ডেঙ্গুতে আক্রান্ত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও সাবেক  ছাত্র নেতা পারভেজ সাজ্জাদ। নিউইয়র্কের একটি হাসপাতালে টানা ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ফিরেই ডেঙ্গুর কবলে পড়েন তিনি। গুরুতর অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চান এ বিএনপি নেতা।

পারভেজ সাজ্জাদ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে নিজ এলাকার বিএনপির রাজনীতিতে তার সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার পতনের পর দেশে এসেই বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি দলের দুর্দিনে নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীদের খোঁজখবরও নেন।

হাসিনার বিরুদ্ধে সজাগ থাকা এ বিএনপি নেতা গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদানসহ শেখ হাসিনা বিরোধী  বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেন।

এছাড়াও তিনি মিরসরাইসহ উত্তর চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা ফ্যাসিস্ট সরকারের মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তাসহ  সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন। দলের প্রয়োজনে ভবিষ্যতেও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এ নেতা।

প্রসঙ্গত, পারভেজ সাজ্জাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেন তিনি। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাবেক সদস্য ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির। দায়িত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির।

এছাড়াও স্থানীয় পর্যায়ে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন এ নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড ফ্রেন্ডস ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন 

ডেঙ্গুতে আক্রান্ত যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ

Update Time : 06:36:00 pm, Thursday, 31 October 2024

ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও সাবেক  ছাত্র নেতা পারভেজ সাজ্জাদ। নিউইয়র্কের একটি হাসপাতালে টানা ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে যাওয়ার পর মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ফিরেই ডেঙ্গুর কবলে পড়েন তিনি। গুরুতর অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে দেশবাসীর কাছে দোয়া চান এ বিএনপি নেতা।

পারভেজ সাজ্জাদ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে নিজ এলাকার বিএনপির রাজনীতিতে তার সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার পতনের পর দেশে এসেই বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তিনি দলের দুর্দিনে নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীদের খোঁজখবরও নেন।

হাসিনার বিরুদ্ধে সজাগ থাকা এ বিএনপি নেতা গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে জাতিসংঘ স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদানসহ শেখ হাসিনা বিরোধী  বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেন।

এছাড়াও তিনি মিরসরাইসহ উত্তর চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা ফ্যাসিস্ট সরকারের মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তাসহ  সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন। দলের প্রয়োজনে ভবিষ্যতেও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন এ নেতা।

প্রসঙ্গত, পারভেজ সাজ্জাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেন তিনি। ছাত্রজীবনে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাবেক সদস্য ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির। দায়িত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির।

এছাড়াও স্থানীয় পর্যায়ে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন এ নেতা।