গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের পিতা মাস্টার আব্দুল হক নিজামী (৯০) সোমবার বিকেল সাড়ে ৫ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ২ কন্যা, বহু নাতি-নাতনি, অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের জানাজা মঙ্গলবার (১ জুলাই) আসরের নামাজের পর মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হবে।
মাস্টার আব্দুল হক নিজামীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আবদুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর উল্লাহ, মিরসরাই থানা জামায়াতের আমির নুরুল কবির ও সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী ও সেক্রেটারি মাঈন উদ্দিন।
এছাড়াও শোকবার্তা দিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই শাখার সভাপতি মাওলানা আকবর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সভাপতি মুফতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক মফিজুল্লাহ সিদ্দিকী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মিরসরাই শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিনসহ প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।