চট্টগ্রাম 6:15 am, Thursday, 17 July 2025

ঢাকার নবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষি পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষি পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

এই প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ২৫ জন কৃষককে নির্বাচন করে ১০ সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে নেওয়া হয় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের উন্নত জাতের ধান উৎপাদন, ধানের রোগ ও পোকামাকড় দমন, সবুজ সার উৎপাদন ও ব্যবহার, উপকারী ও অপকারী পোকা শনাক্তকরণ, আধুনিক সেচব্যবস্থা, সমবায় সমিতি গঠন এবং কৃষি ব্যাংক হিসাব ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আরিফুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান। এছাড়া আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডের সাত ইউপিতে নাগরিক সেবা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকার নবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষি পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

Update Time : 11:56:30 am, Friday, 27 June 2025

ঢাকার নবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষি পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

এই প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন থেকে ২৫ জন কৃষককে নির্বাচন করে ১০ সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে নেওয়া হয় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের উন্নত জাতের ধান উৎপাদন, ধানের রোগ ও পোকামাকড় দমন, সবুজ সার উৎপাদন ও ব্যবহার, উপকারী ও অপকারী পোকা শনাক্তকরণ, আধুনিক সেচব্যবস্থা, সমবায় সমিতি গঠন এবং কৃষি ব্যাংক হিসাব ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আরিফুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান। এছাড়া আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানা।