চট্টগ্রাম 10:24 am, Tuesday, 8 July 2025

ঢাকার নবাবগঞ্জে ১৫ হাজার ফুট কারেন্ট জাল জব্দ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নস্থ আগলা ফসলী জমি ও হাওর, বিল এখন বর্ষার পানিতে পরিপূণ। নতুন পানিতে মা মাছের ডিমগুলো ফুটে ছোট ছোট মাছের আকার ধারণ করেছে মাত্র। আর সেই পোনা ছোট মাছগুলো কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল দিয়ে ধরে বিক্রি করছে একশ্রেণীর অর্থ লোভী কিছু মানুষ। নষ্ট করছে দেশের সম্পদ।

আজ ২৯ জুলাই শনিবার সকাল ৫ ঘটিকায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযা পরিচালনা করা হয়েছে। এসময় ১৫,০০০ ফুট চায়না জাল আটক করে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে। আটককৃত জালে আটকে পড়া শিং এবং কাতল মাছের জীবিত পোনা, কাকড়া উন্মোক্ত পানিতে অবমুক্ত করা হয়েছে।

সব ধরনের পোনা মাছ, পোকামাকড়, কাকড়া এই জালে আটকা পড়ে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ, ঢাকা বলেন, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে, বাস্তুসংস্থানের জন্য ভয়ানক ক্ষতিকর নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে নবাবগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সন্দ্বীপের উড়ির চরে ‘ভাষা শহীদ সালাম’ আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর

ঢাকার নবাবগঞ্জে ১৫ হাজার ফুট কারেন্ট জাল জব্দ

Update Time : 01:30:50 pm, Saturday, 29 July 2023

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নস্থ আগলা ফসলী জমি ও হাওর, বিল এখন বর্ষার পানিতে পরিপূণ। নতুন পানিতে মা মাছের ডিমগুলো ফুটে ছোট ছোট মাছের আকার ধারণ করেছে মাত্র। আর সেই পোনা ছোট মাছগুলো কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল দিয়ে ধরে বিক্রি করছে একশ্রেণীর অর্থ লোভী কিছু মানুষ। নষ্ট করছে দেশের সম্পদ।

আজ ২৯ জুলাই শনিবার সকাল ৫ ঘটিকায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযা পরিচালনা করা হয়েছে। এসময় ১৫,০০০ ফুট চায়না জাল আটক করে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে। আটককৃত জালে আটকে পড়া শিং এবং কাতল মাছের জীবিত পোনা, কাকড়া উন্মোক্ত পানিতে অবমুক্ত করা হয়েছে।

সব ধরনের পোনা মাছ, পোকামাকড়, কাকড়া এই জালে আটকা পড়ে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নবাবগঞ্জ, ঢাকা বলেন, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে, বাস্তুসংস্থানের জন্য ভয়ানক ক্ষতিকর নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে নবাবগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।