বিজয় অর্জনের ৫৪তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। এ উপলক্ষে আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন। বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ছোট দারোগারহাট স্কুল মাঠে ফাইল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সংগ্রামী সভাপতি সাজিদ চৌধুরী ও সাবেক জেলা সভাপতি সীতাকুণ্ড উপজেলা জামাতে ইসলামীর সূরা ও কর্মপরিষদ সদস্য মিছবাহুল আলম রাসেল।
আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণের ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন সভাপতি ওমর ফারুক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা সভাপতি আব্দুল মান্নান।
বক্তারা তরুণ ছাত্র সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য খেলা ধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই বলে আখ্যায়িত করেন।
এবং আরো বলেন আগামী দিনের দেশ পরিচালনা করার জন্য সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের অনেক বেশি প্রয়োজন। তাই নিজেকে সেই ভাবে তৈরি করার উদাত্ত আহ্বান জানান।