বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের ধামাইরহাট বাজারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি আলমশাহপাড়া মাদ্রাসা গেইট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল হাসান।
লালানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মাদ খোকন’র সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম, মো. খোরশেদ, লালানগর যুবদলের সদস্য মো.রুখন, আমিনুল হক, স্বনির্ভর রাঙ্গুনিয়া সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাবেদ, লালানগর সেচ্ছাসেবক সদস্য সচিব আরিফুল ইসলাম রুবেল, লালানগর জিয়া মঞ্চ সভাপতি শাহাবউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মালেক শাহ, লালানগর ছাত্রদলের সহ সভাপতি মো. মিজান, সাংগঠনিক সম্পাদক হেলাল মোল্লা, সদস্য মামুন, সিরাজুল ইসলাম, সোলাইমান হোসেন, দিদার, ইকবাল, বাচা, শেফায়াতউল্লাহ, হানিফ, আহাদ প্রমুখ।