চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগান, কার্তুজের খোসা, স্টিলের পাইপ ও ধারালো অস্ত্রসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ১২নং কোদালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধোপাঘাট গ্রামের মুন্সীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ আটক করা হয় স্থানীয় নাছির উদ্দীনের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (২১)-কে।
অভিযান চলাকালে তল্লাশিতে আসামির দেখানো মতে তার ঘরের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগান, একটি কার্তুজের খোসা, একটি স্টিলের পাইপ, একটি কিরিচ, দুটি দা, দুটি দেশীয় ছুরি এবং একটি বিদেশী ছুরি উদ্ধার করা হয়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “অস্ত্রসহ মোঃ গিয়াস উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।”
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 














