২১ ফেব্রয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের উদ্যেগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষাথী সংবর্ধনা প্রদান করা হয়েছে, ২১ ফ্রেব্রয়ারি সকাল ১০ টায় কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান।
দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ শোয়াইব ও আব্দুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজী ইকবাল আজম দাতা পরিবারের সদস্য কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় কাজী রেজাউল কবির সদস্য কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি জনাব মোঃ ইবনুস সারমান ইরান সদস্য কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হেলাল উদ্দীন, সহকারী শিক্ষক জনাব মোঃ বোরহান উদ্দিন, জনাব মোঃ বদরুদ্দোজা তছলিম, জনাব মোঃ জামাল উদ্দিন বাবু নারায়ন চন্দ্র সাহা, রতন কুমার মিত্র সাহেদ খাঁন , সাংবাদিক ইলিয়াছ সুমন, কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক আশ্রাফ উল্লাহ আশ্রাফ, আমিনুল রসুল পল্লবী রানী দাশ, গাজী রেফাফেত উল্ল্যাহ, রিপন চদ্র দাশ, আব্দুল মোমেন।
দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের মোহাম্মদ যোবায়ের উক্ত অনুষ্টানে দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ শোয়াইব বলেন শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আগ্রহ ও উৎসাহ প্রদান করতে আমাদের সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের এমন শিক্ষা বিষয়ক উদ্যোগ। আমি বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করছি মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতি। সম্মানিত অথিতি কাজী ইকবাল আজম ও কাজী রেজাউল করিম সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাব ও আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ ও সন্দ্বীপে বিভিন্ন মেধা বৃত্তি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে যারা বৃত্তি প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয় ।