সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০৯ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। চীন, মালেশিয়া, সিংগাপুর, হংকন, ভিয়েতনাম, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও অর্থনৈতিকভাবে দুর্বল ছিল বাংলাদেশের চেয়ে। আজ তারা উন্নত হয়েছে মাত্র ১০ থেকে ২০ বছরের ব্যবধানে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রশিবির সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, চট্টগ্রাম ১ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান, মিরসরাই জামায়াতে ইসলামী আমীর নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অনেকে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।