হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ২নং ওয়াডস্থ জাফর তালুকদার বাড়ির গেইট সংলগ্ন মুফতি ফয়জুল্লাহ সড়কের ভেঙে যাওয়া অংশটি সংস্কার করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালের দিকে সমাজসেবক পল্লী চিকিৎসক হাফিজুর রহমানসহ স্থানীয় যুবক, ওই সড়কের সিএনজি অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা সবাই মিলে সড়কের ভেঙে যাওয়া অংশটি সেচ্ছাশ্রমে সংস্কার করা হয়।
জানা যায়,গত কয়েকদিনের টানা বর্ষণ ও বন্যার ফলে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ সড়ক ভেঙে গিয়ে সোমবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে ইছাপুর ফয়জিয়া বাজার ও চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের সাথে মেখল,গড়দুয়ারা, লোহারপুল,উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগের সৃষ্টি হয়। শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়। পরে দুপুরের দিকে সড়কের ওই অংশটির সংস্কার কাজ শুরু করে প্রায় সন্ধ্যার দিকে সড়কটি যানচলাচলের উপযোগী করা হয়।
সমাজ সেবক হাফিজুর রহমান জানান, সড়কের ওই অংশটির কারনে সড়ক দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে জেনে এলাকাবাসী সজীব, জিসান, সিরাজ মেহেদী, হানিফ বাদসা, মাহিম, আকিব, আবিদ, গিয়াস, ফজু, হোসেন, মুক্তারসহ এক ঝাঁক মানবিক তরুণ প্রজন্ম ও সড়কটির সিএনজি চালক সমিতির সদস্যবৃন্দদের নিয়ে সেচ্ছাশ্রমে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য সালাউদ্দিন রাত দশটার দিকে সড়কের ভাঙ্গা অংশটি সংস্কারের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ওই সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক সমিতির সদস্যরা, এলাকার যুবক ভাইয়েরা সকলে মিলে ভাঙ্গা অংশটি সংস্কার করেছেন। এসময় সমাজ সেবক পল্লী চিকিৎসক হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।