সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং পূজার উপহার সামগ্রী বিতরণ করেছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন।
পূজার প্রথম দিনে শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন শ্রী শ্রী রক্ষা কালী বাড়ি পূজামন্ডপ, ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া তমাল তল পূজা মন্ডপ এবং দক্ষিণ বাঁশবাড়ীয়া অর্পণাচরণ মহাজন বাড়ি পূজামন্ডপ পরিদর্শন এবং পূজার উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সকল পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদাকাত উল্লাহ মিয়াজি, সাধারণ সম্পাদক আওরঙ্গ জেব সাবু।
আরও উপস্থিত ছিলেন, সীতাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, বাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক হাসির শর্মা সহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবার সীতাকুণ্ড উপজেলায় ৬৯ টি মণ্ডপে দূর্গা পূজা উদযাপিত হচ্ছে। তার মধ্যে গোট পূজা ৪টি ও প্রতিমা পূজা ৬৫টি। আগামী ২৪ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে দূর্গা পূজা শেষ হওয়ার কথা রয়েছে।