দেশবাসী এবং নবপ্রজন্ম সাক্ষী শেখের কন্যা হাসিনা বিগত সাড়ে পনেরটি বছর ধরে দেশে গুম, খুন, হত্যা আয়না ঘরে বন্ধি করে লাখো শহীদের রক্তে রঞ্জিত মাতৃভূমিকে তাদের দাদার করদ রাজ্যে পরিনত করেছিল। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছিল। ভারতের সাথে ৪০টি চুক্তি করে বাংলাদেশকে ভারতের কলোনীতে পরিণত করেছিল।
সোমবার (১৪ অক্টোবর) হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে এক কর্মী সম্মেলন ও শুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য চট্রগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর মো.ওসমান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী, উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে,তারা জনগণের কল্যাণ করে নাই। আওযামীলীগ প্রিয় বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। এ আওযামীলীগ সংসদে গণতন্ত্রের কন্ঠ স্পীকার সাহেদ আলীকে হত্যা করে দেশে প্রথম রক্তাক্ত রাজনীতি শুরু করেছিল। দেশে মার্শাল ল এসেছে আওয়ামীলীগের কারণে। এদের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষে ১০ লক্ষ লোক না খেয়ে মৃত্যু হয়েছিল। শেখ মুজিব ১৯৭৫ সালে মাত্র ১৩ মিনিটে দেশে বাকশাল কায়েম করেছিল। রক্ষি বাহিনী দিয়ে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছিল।
ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও মো.আজিম উদ্দিন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বাইতুল মাল সম্পাদক ইমরান হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সভাপতি এসএম রাশেদ, উত্তর মাদর্শা ইউনিয়ন সভাপতি মো. ইসহাক, বুড়িশ্চর ইউনিয়ন আমির মুছা চৌধুরী, চিকনদন্ডি ইউনিয়ন সভাপতি এড.বরকত উল্লা কাইচার ও প্রবাসী সংগঠক মো.জসিম উদ্দিন সিকদার প্রমুখ।