সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আছর সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নস্থ চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ এর নিজ বাসভবনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, (আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।
এ দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















