বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র ৪৫ লাখ নেতা কর্মীর নামে মামলা করা হয়েছে। প্রশাসনকে দলীয় করণ করা হয়েছে। হামলা মামলাই তাদের কাজ। শেখ হাসিনার অধীনে বিএনপি আর কোন নির্বাচনে যাবেনা। বাংলাদেশে আর দিনের ভোট রাতে হবে না। এ দেশের মানুষ আগের মতো ভোট চুরির নির্বাচন করতে দেবে না। এবার নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। ৫ অক্টোবর বিএনপির রোড মার্চ কর্মসূচি শেষ। চট্টগ্রাম পৌঁছে সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
৫ অক্টোবর বৃহষ্পতিবার বিএনপির রোড মার্চের মিরসরাই উপজেলার পথসভায় বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, ‘বারবার ঘুঘু এসে ধান খেয়ে যায়, এবার ঘুঘু ফাঁদে পড়েছে। আর সে সুযোগ দেওয়া হবে না। অবৈধ প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে ঘোড়ার ডিম নিয়ে এসেছেন। বিদেশে কেউ তাদের নেই, দেশেও নেই। বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করতে লজ্জা করেন। আপনাদের জন্য সময় অপেক্ষা করছে।’
মিরসরাইবাসীর উদ্দেশে তিনি বলেন, এ মিরসরাই থেকে বেগম খালেদা জিয়া ১৯৯৬ নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে অপমানের প্রতিশোধ নিতে মিরসরাইবাসী হিসেবে আপনাদের দায়িত্ব নিতে হবে। বিএনপি নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকতে হবে।
এ সময় প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তাদের বিনা ভোটে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে। এজন্য বিএনপি নেতাকর্মীদের আরও কিছুদিন রাজপথে থাকতে হবে।’
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনসহ বিএনপি জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।