চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ভালো ফলাফলের জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ম করে সকালে বিকালে দুই ঘণ্টা করে চার ঘণ্টা পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসতে হবে। পরিবারের মুখ উজ্জল করে আলোকিত সীতাকুণ্ড তথা দেশ গঠনে ভূমিকা রাখতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মুসলিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, আনোয়ারুল আজিম মুকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মাঈনুদ্দিন মিন্টু, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, মোঃ ইব্রাহীম, সাহাবউদ্দিন রাজুসহ প্রমুখ।