স্বেচ্ছাসেবী সংগঠন “নবদিগন্ত মিরসরাই”র আনুষ্ঠানিকভাবে কার্যকরী কমিটি গঠিত হয়েছে। তরুণদের নেতৃত্বে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতোমধ্যে সামাজিক সচেতনতা, শিক্ষা উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রমে স্থানীয়ভাবে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ ।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিফ হাসান মেহেরাজ। তাঁর নেতৃত্বে সংগঠনটি নতুন উদ্যমে পথচলা শুরু করছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান আশিক। সহ-সভাপতি সাইফুল ইসলাম আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক তাছনিন তামছি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক ইফাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যরাও ইতিবাচক সামাজিক পরিবর্তনে নিজেদের নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
নারী নেতৃত্ব ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পায়েল জান্নাত এবং যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার। এছাড়া প্রচার ও প্রকাশনায় রাকিবুল হাসান, শিক্ষা ও সাহিত্য বিভাগে রাশেদুল ইসলাম, সমাজকল্যাণে মিনহাজুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় মুহায়মিনুল রাফি, ছাত্রকল্যাণে আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে আল মুনতেকির, তথ্য ও প্রযুক্তিতে মো. নিরব এবং পরিবেশ ও জলবায়ু সচেতনতায় জান্নাত সুলতানা দায়িত্ব পালন করবেন।
নবঘোষিত কমিটির বিষয়ে সংগঠনের উপদেষ্টা রহিম উদ্দিন বলেন, নবদিগন্ত মিরসরাই একটি তরুণপ্রধান, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। এই কমিটির মাধ্যমে তরুণরা সামাজিক দায়িত্ব পালনে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সমাজের জন্য কাজ করতে হলে আগে নিজেকে তৈরি করতে হয় এটাই আমরা এই সংগঠনের মাধ্যমে শিখাতে চাই।
সংগঠনের সভাপতি আলিফ হাসান মেহেরাজ বলেন,
নবদিগন্ত শুধু একটি সংগঠন নয়, এটি একটি দায়িত্ববোধের নাম। আমরা চাই, আমাদের কর্ম দিয়ে মানুষের আস্থা অর্জন করতে। নতুন কমিটির সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন, এবং সমাজের পাশে থেকে মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার।
নবদিগন্ত মিরসরাইয়ের পক্ষ থেকে জানানো হয়, এই নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামীতেও শিক্ষা, সচেতনতা, মানবিক সহায়তা ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।