চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। দিনব্যাপী এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ পেয়েছে।
ক্যাম্পে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের স্বাস্থ্যসচেতন করেছে এবং ভবিষ্যতে জরুরি চিকিৎসা কিংবা রক্তদানে সহায়ক ভূমিকা রাখবে।
নবদিগন্ত মিরসরাই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আলিফ হাসান মেহেরাজ উদ্বোধনী বক্তব্যে বলেন, সমাজের জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্যেই নবদিগন্ত মিরসরাই পথ চলা শুরু করেছে। তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসচেতন ও দায়িত্বশীল করে তোলা আমাদের অন্যতম উদ্দেশ্য। আজকের এই রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি ভবিষ্যতে অন্যের প্রয়োজনে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তাদের শুধু স্বাস্থ্য সচেতনতাই বাড়াবে না, বরং সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করবে। নবদিগন্ত মিরসরাই-এর এ আয়োজন প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহ দেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।
উল্লেখ্য, নবদিগন্ত মিরসরাই এরই মধ্যে নেশা বিরোধী ক্যাম্পেইন, শিক্ষার্থীদের জন্য ‘গুড টাচ, ব্যাড টাচ’ বিষয়ক সেশনসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতে তারা স্বাস্থ্য সচেতনতা, মাদকবিরোধী প্রচারাভিযান এবং মানবিক সহায়তার আরও প্রকল্প হাতে নেবে।
শেষে শিক্ষার্থীসহ সকল সচেতন মানুষকে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।