”সুরক্ষা ও সম্মান চাই, দেশ গড়তে বিদেশ যাই” এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা জেলার নবাবগঞ্জে উপজেলার অভিবাসীদের সুরক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা এবং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী সেমিনার ঢাকা নবাবগঞ্জে অনুষ্ঠিত।
সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে সুরক্ষা ও সম্মান চাই, দেশ গড়তে বিদেশ যাই” এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা জেলার নবাবগঞ্জে উপজেলার অভিবাসীদের সুরক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা এবং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।
সভায় আলোচকরা বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অপরিসীম। কিন্তু বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় এবং কর্মস্থলে নানা প্রতারণা, হয়রানি ও অধিকার বঞ্চনায় শিকার হন। সভায় এ বিষয় গুলো তুলে ধরার পাশা পাশি সমাধানের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম কেয়া।
আয়োজকদের নিয়ে এসময় সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।