ঢাকার নবাবগঞ্জের আওয়ামী লীগ নেতা ও বকসনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক বিরোধ এবং নানা অভিযোগকে ঘিরে আক্কাস আলীকে নিয়ে আলোচনা চলছিল। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রভাব বিস্তার, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংঘর্ষ ও উসকানির অভিযোগ রয়েছে বলে কয়েকজন দাবি করেছেন।
তবে আক্কাস আলীর পরিবার ও ঘনিষ্ঠরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আক্কাস আলী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন।
এদিকে আক্কাস আলীকে আটক করার খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করছেন। গ্রামে-গঞ্জে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আক্কাস আলীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে জানতে চাইলে বলেন, বিষয়টি তদন্তাধীন। প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।