ঢাকা নবাবগঞ্জ উপজেলা গালিমপুর ইউনিয়ন সোনাহাজরা গ্রামে ৮ নং ওয়ার্ড স্থায়ী বসবাস কারী মোঃ মিজানুর রহমান, পিতাঃ মৃত রফিক উদ্দিন গত ১২/১১/২০২৪ইং তারিখে দুপুর অনামানিক ১২.৩০ ঘটিকার সময় পারিবারিক জায়গা এবং রাস্তা সংক্রান্ত বিষয়ে দুই পক্ষে সংঘর্ষ হয় এতে মিজানুর রহমান (৪২) কে তাদের প্রতিবেশী ১। সামছুল আলম মেম্বার (৬০), ২। পরশ আলী (৬০), ৩। সামাল সারেং (৬৫), ৪। মোঃ ফালু (৬০), ০৫। মোঃ আমজাদ আলী, (৬৫), ০৬। রিফাত (১৮), পিতা ঃ ছলিক উদ্দিন সর্ব সাং- সোনাহাজরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে আঘাতপ্রাপ্ত মিজানুর রহমানে চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ সরকারী স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। মিজানুর রহমান কে প্রাণনাশের হুমকী প্রদান করেন তিনি প্রতিনিয়ন ভয়ে আতঙ্গে দিন যাপন করছেন।
ঢাকা চিকিৎসা শেষে মিজানুর রহমান মাথা ইনজুরি নিয়ে থানায় মামলা করতে বিলম্ব হয় এবং তার পৈত্তিক সম্পত্তি রক্ষা এবং পারিবারিক রাস্তা পাওয়ার জন্য শালিসী করে কিন্তু গ্রাম্য শালিসীতে তার কোন অভিযোগ নেয়নি বরং তাকে উল্টা হুমকী দামকি দিয়ে তার জায়গায় বিল্ডিং নিমার্ণ করেন এবং ৬ ফুট রাস্তার মাঝে গাছ লাগিয়ে ৪ফুট রাস্তা করা হয়। মিজানুর রহমান বর্তমানে গ্রামে বসবাসের জন্য কোন নিরাপত্তা না পেয়ে আইন শ্ঙ্খৃলা বাহিনীর কাছে নিরাপত্তা চাচ্ছেন।