ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী মৌন মিছিল, মানববন্ধন, প্লে-কার্ড প্রদর্শন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচী পালন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে জনপ্রতিনিধি, রাজনীতিক, সুশিল সমাজ, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দুপুর ১২টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ চত্তর থেকে দুর্নীতি বিরোধী মৌন মিছিল বের হয়। মিছিল নিয়ে উপজেলা ফটকের সামনে ঢাকা-বান্দুরা সড়কের পাশে মানববন্ধন করেন। এসময় মানববন্ধনকারীরা দুর্নীতি বিরোধী প্লে-কার্ড প্রদর্শন করেন। ফিরে গিয়ে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া সভা সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কুমারী মাধুরী বণিক, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম প্রমুখ।