ঢাকা নবাবগঞ্জ ছোটবক্সনগর পক্ষাঘাতগ্রস্থদের পুর্নবাস কেন্দ্রে সিআরপি দ্বারা পরিচালিত প্রতিবন্ধীদের সমন্বয় দ্বারা গঠিত এক আলোচনা সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিআরপি একতা প্রজেক্ট জনাব মো” সামসুল আলম খান (আসাদ), জনাব মো: মিজানুর রহমান (সহকারী অধ্যাপক বিএইচপিআই এন্ড প্রজেক্ট ম্যানেজার, একতা প্রজেক্ট প্রধান অফিস সাভার, ঢাকা।
নবাবগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন কমিটির সভাপতি জনাব: মো: তারেক হোসেন, সহ-সভাপতি জনাব মো: মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক : জনাব মো: ফারুক আলম, সহ-সাধারণ সম্পাদক হুমায়রা মান্নান (ভারপ্রাপ্ত), মহিলা সম্পাদিক মনোয়ারা আক্তার, প্রচার সম্পাদক আঃ ওহাব, কার্যকর সদস্য জহিরুল ইসলাম, রোজিনা আক্তার, রশিদ শিকদার (ভারপ্রাপ্ত)।
কমিটির সকলে তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সমাজের বোঝানয় বরং তাদের মেধা কে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে সমাজে তারাও প্রতিনিধি করতে পারবে।
সিআরপি একতা প্রকল্পে উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ নবাবগঞ্জ সমস্ত প্রতিবন্ধীদের তালিকা করে বিভিন্ন ফাউন্ডেশন ও সমাজের বিত্তশালীদের সাহায্য সহযোগীতায় নিয়ে প্রতিবন্ধীদের উন্নত প্রশিক্ষন দিয়ে তাদের মানব সম্পদ পরিনত করতে পারলে তারা কারো কাছে হাত পেতে জীবন জীবিকার জন্য কারো উপর নির্ভরশীল হবে না।
কেউ কণ্ঠস্বর দিয়ে কাজ করছে, কেউ দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার মেধা দিয়ে শ্রম দিচ্ছে। আমাদের সকল কে প্রতিবন্ধী উন্নয়ক কাজে এগিয়ে আসলে দেশ উন্নত হবে।
প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারেন আপনি অফিস আ্যপলিকেশ এর কাজ শিখতে পারেন, আপনি যদি অফিস আ্যপলিকেশনের কাজ শেখেন তবে একটি দোকান করতে পারবেন যেখানে চাকরির আবেদন করে দিতে পারবেন, বিভিন্য ধরণের দরখাস্ত লিখে দিতে পারবেন, বিভিন্য পরিক্ষার রেজাল্ট দেখে দিয়ে টাকা নিতে পারবেন, টাইপিংয়ের কাজ করতে পারবেন।
আপনি যদি অফিস আ্যপলিকেশন এর কাজ শিখে একটি কম্পিউটার এর দোকান করেন এবং আপনার দোকানে একটি ফটোকপি মেশিন রাখেন তবে ফটোকপি করে ও অন্যান্য টুকিটাকি কাজ করে প্রতিদিন ৫ থেকে ৬ শত টাকা খুব সহজেই উপার্জন করতে পারবেন। তাছাড়া ইমেইল আদান প্রদান, ছবি প্রিন্টিং করেও বারতি কিছু আয় করতে পারবেন, কম্পিউটারের সাথে একটি রঙ্গিন প্রিন্টার রাখলে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে দিয়ে অতিরিক্ত টাকা উপার্জন করা সম্ভব।
এখন গ্রম গঞ্জেও মানুষের বিভিন্য কাজে জরুরি ভিত্তিতে ছবি তোলার প্রয়োজন হয়, আপনার স্মার্র্ট ফোন দিয়ে ছবি তুলে সেই ছবি প্রিন্ট করে নিজের স্টুডিও ব্যবসা চালিয়ে যেতে পারবেন।