ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থকর্মকর্তা ডা:এসএম সাখাওয়াৎ হোসেন এর পদত্যাগ ও স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর সেবার মান নিশ্চিত করতে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রজনতা।
সোমবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ স্বাস্থকমপ্লেক্সের প্রধান ফটকে ঢুকে। এর পর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা: এসএম সাখাওয়াৎ হোসেন এর পদত্যাগ দাবি করেন। তারা বলেন ডা: সাখাওয়াৎ নিজেকে রাজনৈতিক ক্ষমতাধর বলে জাহির করে ছাত্রজনতাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
এসময় তারা স্বাস্থকমপ্লেক্সের নানা অনিয়ম,দুর্নিতীর অভিযোগ করে স্বাস্থ্য ব্যাবস্থাকে জনগনের জন্য নিম্চিত করতে জোর দাবি জানান ছাত্রজনতা। এবিষয়ে মো: শাকিল আহমেদ, জিয়াদ হোসেন, মো: ইয়াহিয়া ও রুমি আক্তার বলেন, উপজেলা স্বাস্থকমর্কর্তা স্বস্থকমপ্লেক্সকে রাজনীতির মঞ্চ বানিয়েছে। তারা সেবা না দিয়ে ছাত্রজনতাকে হুমকি দিয়েছেন।
আমরা তার পদত্যাক চাই।
এসময় ডা: শাখাওয়াৎ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার বিরুদ্ধে আনিত অভিযোগকে নাখোস করে এড়িয়ে যান।
এদিকে সকাল দশটা থেকে ছাত্রজনতার এই বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলাবাহিনী সরব উপস্থিতিতি ছিল নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে।
এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছিল এই বিক্ষোভকে কেন্দ্র করে।
এদিকে এমন পরিস্থিতি নিয়ন্ত্রন করতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে ও অপ্রীতিকর কোন ঘঠনা যাতে না ঘটে সে কারনেই পুলিশ মোতায়ন করা হয়েছে।