ঢাকার নবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ২০২৪-২০২৬ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. ওয়ালিদ হোসেনকে সভাপতি ও শুভ আহমেদ ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সংগঠনের মাসিক সভায় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি প্রফেসর ডা. আবুল বাশার খন্দকার। এ কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. আবুল বাশার খন্দকার বলেন, নবীনরা পারে সমাজ বদলে দিতে। সামাজিক অসংঙ্গতি, অরাজগতা দূর করতে তারাই স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে।
সংগঠনের এক ঝাঁক নবীন আজ যে দায়িত্ব নিলেন, তাদের মানবিকগুণ দিয়ে সমাজের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা সবাই চাইবো, নিজের সেরাটা সমাজকে দিতে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা- মো. আব্দুস সালাম, মো. আব্দুল আওয়াল, ডা. হরগোবিন্দ সরকার অনুপ, আজিজুল হক খান মিতু, এসএম আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজকর্মী দুর্জয় মাহমুদ সোহেল, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, রাসেল আহমেদ লেলিন, সেন্টু মোল্লা প্রমুখ।