রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতৃক খাবার মানদন্ড ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সেরা স্বীকৃতি স্বরূপ “এ” গ্রেড অর্জন করেছে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্ট এন্ড পড হাউস। সম্প্রতি রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায় জেলা কার্যালয়ে কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার হোসেনের হাতে এ গ্রেডিং প্রাপ্তের মানদণ্ড তুলে দেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায় বলেন, কাপ্তাই নির্সগ রিভার ভ্যালি এন্ড পড হাউসে রেস্তোরাঁ পরিচ্ছন্নতা, হাইজিন ব্যবস্থাপনা, লাইসেন্স নবায়ন, সরকারি স্বাস্থ্য সনদ, রেস্তোরাঁয় খাবারের মান বিবেচনা করে সন্তোষজনক হওয়ায় এবং সকল শর্ত পূরণ করায় স্বীকৃতি স্বরূপ “এ” গ্রেড প্রদান করা হয়েছে।
এবিষয়ে কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর স্বত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, আমরা সবসময় চেষ্টা করে আসছি আমাদের রেস্টুরেন্ট ও পড হাউসে পর্যটক ও ভোক্তাদের সর্বোচ্চ সেবা দিতে। যেন সকলে আমাদের এখানে এসে সন্তুষ্টি লাভ করে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের মানের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। যা আগামীতেও অব্যাহত থাকবে। আমাদের রেস্তোরাঁটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক “এ” গ্রেড মানদন্ডে মনোনীত করায় আমরা আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি।