নিরাপদ সড়ক চাই সৌদি আরবের মদিনা শাখার নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান।
গত ( ২৯মার্চ) নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখার ২০২৪-২৫ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখার সভাপতি আবদুস সামাদ আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে সহ সভাপতি মোহাম্মদ এরশাদ, সহ সভাপতি সোহল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সোলাইমান, কার্যকরী পরিষদে সদস্য মোহাম্মদ হারুন ও মোহাম্মদ মহি উদ্দিন।অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নব গঠিত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেয়া হয়।
এরআগে গত ২৭ মার্চ দুপুর ১২টার ফ্লাইটে বাংলাদেশ থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ওমরা হজের উদ্দেশ্যে মদিনা রওনা দেন। সেখানে পৌছানোর পর বিমানবন্দরে ফুল দিয়ে ইলিয়াস কাঞ্চনকে বরন করেন নব গঠিত সৌদি আরব কমিটির নেতৃবৃন্দরা।