পদ্মা নদীর উত্তাল স্রোতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মোহাম্মদ আরাফাত (১৬) নামে এক কিশোর। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি, যা তার পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে।
আরাফাত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোবাড়ি এলাকার মোহাম্মদ কবিরের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৫ জুলাই (শুক্রবার) দুপুরের দিকে নড়িয়া চর আত্রাই বালুর টেক থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া একটি বালি বোঝায় বাঙ্কহেড নিম্ন চাপের প্রভাবে নদী উত্তাল হয়ে পড়ায নড়িয়া সুরেশ্বর লঞ্চঘাটে নোঙর করার চেষ্টা করে। এ সময় প্রবল ডেউয়ের ধাক্কা ময় শ্রমিক আরাফাত ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। নদীর প্রবল স্রোতে মুহূর্তেই সে নিখোঁজ হয়ে পড়ে। আরাফাতের চাচতো ভাই নুর নবী জানান নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন করি।
এর পরপরই কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিদিনই অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। নদীতে প্রবল স্রোত এবং ঘোলা পানির কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ছেলের খোঁজে দিশেহারা দিনমজুর বাবা মোহাম্মদ কবির ও মা সাফিয়া বেগম এখন সব ধরনের সহায়তার জন্য প্রশাসন ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা গেছে, আরাফাত তিন মাস আগে জীবিকার তাগিদে বাল্কহেডে কাজ শুরু করে। তার হঠাৎ নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।