মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ উপজেলার ৪১টি স্কুলের মধ্য থেকে প্রথম হয়েছে। তাদের ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাস করেছে। পাসের হার ৮৯.৬৯ শতাংশ এবং ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়। তাদের ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের পাসের হার মাধ্যমিকে ৮০.০৯ শতাংশ এবং ভোকেশনালে ৯০.৯ শতাংশ।
দাখিলে দক্ষিণ শিলক তৈয়্যবিয়া নূরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসা এবং শিলক মীনা গাজীর টিলা মতিউল উলুম দাখিল মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সুত্রে আরও জানা যায়, উপজেলার ৪১টি স্কুলের মোট ৩ হাজার ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৪৩৬ জন। পাসের হার ৭৩.২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন। গতবছর পাসের হার ছিল ৮৫.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। দাখিলে ১৫টি মাদ্রাসায় পাসের হার ৮০.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। এছাড়া ভোকেশনালে উপজেলার পাসের হার ৮৪.৬২ শতাংশ এবং জিপিএ- ৫ পেয়েছে ৯ জন।
এদিকে রোববার (১৩ জুলাই) সকালে রাঙ্গুনিয়া পাবলিক স্কুলে গিয়ে দেখা যায়, উচ্ছ্বাসে মেতেছে পাস করা শিক্ষার্থীরা। শিক্ষক, অভিভাবক ও পরষ্পরের মধ্যে তারা মিষ্টি বিতরণ করছেন। এসময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ কিশোর বড়ুয়া বলেন, “আমরা স্কুলের প্রতিষ্ঠাতাবৃন্দ রাঙ্গুনিয়ায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ভালো মানুষ গড়ার লক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।