চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার কৃতি ছাত্রীকে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট বীমাবিদ মোবারক হোসাইন।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালক প্রভাষক মাহমুদুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক টিকলু চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক শাহ রুস্তম ও রমিজ উদ্দিন, কৃতি শিক্ষার্থী জোবাইদা বেগম
বক্তারা বলেন, “এই কৃতি ছাত্রীদের সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো সমাজের জন্যই গর্বের বিষয়। তারা একদিন দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।”
তারা আরও বলেন, “এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জাগায়, যা তাদের ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ কৃতি ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং কৃতী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানান।